Icon
...

অঙ্গীকার

আমি স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে অঙ্গীকার করিতেছি যে ,আমি যতদিন যাবৎ মাদার’স টাচ হোস্টেলে অবস্থানরত থাকিব ততদিন আমি হোস্টেলের সকল নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে বাধ্য থাকিব। আমি ও আমার পিতা-মাতা হোস্টেলে সকল নিয়ম-কানুন জেনে বুঝে এই হোস্টেলে ভর্তি হয়েছি। ভবিষ্যতে প্রত্যেকটি নিয়ম-কানুন অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য থাকিব। এর ব্যত্যয় ঘটলে স্বেচ্ছায় হোস্টেল ত্যাগ করতে বাধ্য থাকিব এ ক্ষেত্রে কোন ওজর আপত্তি চলবে না।

...

অভিভাবকদের সাক্ষাৎ ও অবস্থান

হোস্টেল কর্তৃপক্ষের অনুমতিক্রমে অভিভাবকগণ মাসের যে কোন শুক্রবার, শনিবার এবং যে কোন বন্ধের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে দেখা করার সুযোগ পাবেন। কোন অবস্থাতেই অভিভাবক/রিলেটিভ/ বন্ধু কেহই রাতে হোস্টেলে অবস্থান করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে তাদের অবস্থান ও খাবারের ব্যাপারে প্রতিষ্ঠানের নিয়ম মেনে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তাছাড়া কোন শিক্ষার্থীও অনুমতি ব্যতিত অন্যত্র রাত্রি যাপন করতে পারবে না।

...

কলেজে উপস্থিতি/ অনুপস্থিত প্রসঙ্গে

আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই হোস্টলে অবস্থানকালে কোন অবস্থায় কোন ছাত্র কলেজে অনুপস্থিত থাকতে পারবে না। ছাত্ররা নির্দিষ্ট সময় নিজ নিজ কলেজে উপস্থিত থাকতে হবে এবং কলেজ ছুটির পর নির্দিষ্ট সময়ের মধ্যে হোস্টেলে ফিরে আসা বাধ্যতামূলক এক্ষেত্রে কোন ওজর আপত্তি চলবে না। শুধুমাত্র গুরুতর অসুস্থতার ক্ষেত্রে কলেজে অনুপস্থির বিষয়টি বিশেষ বিবেচনা করা যেতে পারে।তাও আবার হোস্টেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে।

...

হোস্টেলে প্রবেশ- প্রস্থান

ছাত্রের পিতা-মাতা ও আপন বড় ভাই ব্যতিত হোস্টেল ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সকাল ৭.০০ পূর্বে কোনভাবেই হোস্টেল থেকে বের হওয়া যাবে না এবং রাত ১০:০০ পরে কোনভাবেই হোস্টেলে প্রবেশ/প্রস্থান করা যাবে না।

...

ছুটি সংক্রান্ত

ক্লাস ও পরীক্ষা চলাকালীন হোস্টল থেকে ছুটি নেয়া যাবে না। কোন ছাত্র বাড়ি যেতে চাইলে পিতা-মাতার অনুমতি সাপেক্ষে হোস্টেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে যেতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাকে তৎক্ষণাৎ হোস্টেল থেকে স্থায়িভাবে বহিষ্কার করা হবে। একই সাথে তাকে হোস্টলের তিন মাসের সিটের ভাড়া পরিশোধ করে হোস্টেল ত্যাগ করতে হবে ।

...

জরুরী অবস্থা

রাজনতৈকি অস্থিরতা, হরতাল, অবরোধ, কারফিউ বা জটিল পরিস্থিতি বিরাজ করলে কোন শিক্ষার্থীর হোস্টেলের বাহিরে অবস্থান সম্পূর্ণরূপে নিষিদ্ধ । উপরোক্ত পরিস্থিতিতে সরকার কর্তৃক হোস্টেল খালি করার নির্দেশ আসলে তা অবশ্যপালনীয়। এমতাবস্থায় নির্দেশনা অমান্য করে বাহিরে ঘোরাফেরা করে দুর্ঘটনা পতিত হলে হোস্টেল র্কতৃপক্ষ দায়ী থাকবেনা।