জরুরী অবস্থা
রাজনতৈকি অস্থিরতা, হরতাল, অবরোধ, কারফিউ বা জটিল পরিস্থিতি বিরাজ করলে কোন শিক্ষার্থীর হোস্টেলের বাহিরে অবস্থান সম্পূর্ণরূপে নিষিদ্ধ । উপরোক্ত পরিস্থিতিতে সরকার কর্তৃক হোস্টেল খালি করার নির্দেশ আসলে তা অবশ্যপালনীয়। এমতাবস্থায় নির্দেশনা অমান্য করে বাহিরে ঘোরাফেরা করে দুর্ঘটনা পতিত হলে হোস্টেল র্কতৃপক্ষ দায়ী থাকবেনা।